সিলেট থেকে রুবেল :ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আগামী দুই দিন বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে। পরবর্তী সময়ে সিলেট অঞ্চল দিয়ে ঘূর্ণিঝড় রিমাল বিলীন হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এর মাঝেই সিলেটের জন্য আসলো আরেকটি দুঃসংবাদ। ঘূর্ণিঝড় রিমালের কারণে ভারতের মেঘালয় পর্বতের চেরাপুঞ্জি এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে। যার ফলে সিলেট বিভাগের জেলাগুলোর জন্য বন্যা আশঙ্কা করা হচ্ছে। সিলেটের ওপর দিয়ে বয়ে চলা নদ-নদীর পানি ইতোমধ্যে বাড়তে শুরু করেছে।
ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, ঘূর্ণিঝড় রিমালের কারণে মেঘালয় রাজ্যের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হয়েছে। গত দুইদিনে মেঘালয় পর্বতের চেরাপুঞ্জি এলাকায় ১ হাজার মিলিমিটার বৃষ্টিপাতের আশংকা করা হচ্ছে। যার কারণে সুনামগঞ্জ জেলার ছাতক ও সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার নদীগুলোতে পাহাড়ি ঢল নেমে আসার প্রবল আশংকা করা যাচ্ছে।
জানা গেছে, মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পর্বত এলাকার সোহরা নামক স্থানে সোমবার (২৭ মে) সকাল ৯টা থেকে মঙ্গলবার (২৮ মে) সকাল ৯ টা পর্যন্ত ৫৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মেঘালয় রাজ্যের অন্যান্য স্থানে ২০০ থেকে ৪০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৯ টার মধ্যে আরও ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে।
মেঘালয় রাজ্যের এই বৃষ্টিপাতের পুরোটাই সিলেট বিভাগের বিভিন্ন নদ-নদীগুলোর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে মেঘনা নদীর মাধ্যমে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়। ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য যদি সঠিক হয় তবে সিলেট বিভাগের নদ-নদী গুলিতে পাহাড়ি ঢলের আশঙ্কা রয়েছে। একই সাথে সিলেটের বিভিন্ন নদীগুলোর পানি বেড়ে এই অঞ্চলে বন্যার আশঙ্কা করা হচ্ছে।