

সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার যে সকল ছাত্ররা উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্যে গমন করেছেন এবং যারা কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছে তাদের কে একটি সংবর্ধনা ও নতুন আগত ছাত্রদের অভ্যর্থনা জানিয়েছে গোয়াইঘাট প্রবাসী সমাজ কল্যান পরিষদ যুক্তরাজ্য শাখা ।
মঙ্গলবার সন্ধ্যায় গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে গত ১৩ই ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬টায় লন্ডনের গোয়াইটচাপল রোডের আলবারাকা রেষ্টুরেন্টের হল রোমে অনুষ্টিত হয় এই সভা।গোয়াইনঘাট থেকে যাওয়া ১৫ জন ডিগ্রিধারী কৃতি ছাত্রদের ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।যুক্তরাজ্য শাখার সভাপতি মিসবাহ উদ্দীনের সভাপতিত্বে এবং সেক্রেটারী মুহাম্মদ আলী সুমন ও তাহীর আলীর যৌথ পরিচালনায় সংবর্ধনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন এবং অতিথি হিসাবে উপস্তিত ছিলেন গোয়াইনঘাট প্রবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি সদরুল ইসলাম কেন্দ্রীয় উপদেষ্টা গোলাপ মিয়া কেন্দ্রীয় উপদেষ্টা মনিরুজ্জামান মনি, ইউকে বাংলা প্রেসক্লাবের সভাপতি কমিউনিটি নেতা কে এম আবু তাহের ইউকে বাংলা প্রেস ক্লাবের ট্রেজারার শহিদুল ইসলাম। টাওয়ার হামটেলের কাউন্সিলর ব্যারিষ্টার খালেদ সাইফুল্লাহ,ব্যারিষ্টার আবু সাদাত ডালিম,সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুল মুবিন,উপদেষ্টা ওয়ারিস উদ্দীন ,এখলাছুর রাহমান, প্রবাসী অধিকার পরিষদের সভাপতি জামান সিদ্দিকি,কনজারভেটিভ পার্টির নেতা ইসলাম উদ্দিন কনজারভেটিভ পার্টির নেতা আদাম গিয়াস উদ্দিন ।