Image default
Uncategorized

যুক্তরাজ্যে ব্যারিস্টার কামরুজ্জামান সেলিমকে সংবর্ধনা প্রদান করেছে “গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ”

গোয়াইনঘাট উপজেলায় এই প্রথম ব্যারিষ্টার হওয়ায় গোয়াইনঘাটের কৃতি সন্তান বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি জনাব মোঃ কামরুজ্জামান সেলিমকে ইস্ট লন্ডনের বারাকা রেষ্টুরেন্টের হল রুমে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যান পরিষদ যুক্তরাজ্য শাখা সংবর্ধনা দিয়েছে । এবং যুক্তরাজ্যে সফররত সালুটিকর বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী জনাব হবিবুর রাহমান কেও সম্মাননা প্রদান করা হয় । প্রবাসী পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুল মুবিন এর সভাপতিত্বে এবং তাহীর আলী তাহেরের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অথিতি হিসাবে উপস্তিত ছিলেন গোয়াইনঘাট প্রবাসী পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা বিশিষ্ট রাজনিতী বিদ জনাব গোলাপ মিয়া ।প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন প্রবাসী পরিষদের সাবেক প্রধান নির্বাচন কমিশনার এবং কেন্দ্রীয় উপদেষ্টা মুহাম্মদ ইউসুফ। বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপদেষ্টা কারী শাওকত আলী , ব্যারিষ্টার আবু সাদাত মোহাম্মদ সুহেল (ডালিম), আব্দুল বশিত সেলিম, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ জনাব গোলাম রব্বানী, শিপার  আহমেদ , ব্যারিষ্টার আরিফ আহমেদ ,ওয়ারিশ মিয়া ফরহাদ আহমেদ , মিলাদ আহমেদ ,সুজন মিয়া মামুন আহমেদ , সুমন আহমেদ শাহাদাত হোসেন প্রমুখ । সভায় সংবর্ধিত অথিতি ব্যারিষ্টার সেলিম বলেন গোয়াইনঘাটের প্রবাসীদের এই ভালোবাসা কখোনো ভুলার মতো নয় । সুবিধাবঞ্চিত সাধারণ মানুষে পাশে তিনি অতীতে ছিলেন ভবিষ্যতেও থাকবেন।যারা তাকে এই পর্যন্ত নিয়ে এসেছে তাদের কথা স্মরণীয় হয়ে থাকবে এবং প্রবাসীদের কোনো সমস্যা দেশে হলে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন । প্রধান অথিতি জনাব গোলাপ মিয়া বলেন গোয়াইনঘাটের যারা উচ্চ শিক্ষার্তে যুক্তরাজ্যে এসেছেন তাদের পাশে সব সময় থাকবেন তাদের কোনো সমস্যা হলে যেনো উনার সাথে যোগাযোগ করা হয় সেই আহ্বান জানান তিনি । দেশ ও দেশের বাইরে সাধারণ মানুষের সেবায় সর্বদাই সচেষ্ট আছেন তিনি।

Related posts

This Year’s Fall Home Decor Trends, According to Interior Designers

admin@goldensylhet24.com

DIY Easy Paper Wrap

admin@goldensylhet24.com

How To Update Your Skincare Routine For Autumn

admin@goldensylhet24.com

Leave a Comment