
গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যান পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা ও গোয়াইনঘাট উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি যুক্তরাজ্য প্রবাসী গোলাপ মিয়া ও যুক্তরাজ্য শাখার সাবেক আহবায়ক সাজু মিয়ার মা ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তাহার বয়স ছিল ৭২ বছর।
জানা যায়, গত শনিবার বার্ধক্য জণিত রোগে আক্রান্ত হলে তাকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি ইন্তেকাল করেন। তার তিন ছেলে ও তিন মেয়েসহ অনেক গুণগ্রাহী রয়েছেন। এদিকে গোলাপ মিয়ার মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন গোয়াইনঘাট প্রবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি জনাব সদরুল ইসলাম . সেক্রেটারী জহির উদ্দিন । সাবেক সভাপতি আব্দুল মুবিন কেন্দ্রীয় উপদেষ্টা আব্দুল লতিফ বাবুল , কেন্দ্রীয় উপদেষ্টা নজরুল ইসলাম . কেন্দীয় উপদেষ্টা আব্দুল আহাদ মুনির , কেন্দীয় উপদেষ্টা আব্দুল আহাদ বাবুল । কেন্দ্রীয় উপদেষ্টা সাবেক প্রধান নির্বাচন কমিশনার মুহাম্মদ ইউসুফ , আমেরিকা শাখার সভাপতি জনীব বুরহান উদ্দিন । কেন্দ্রীয় সহ সভাপতি নিয়াজ মুর্শেদ । কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুল ওয়াদুদ । কেন্দ্রীয় সাংগঠনিক সাম্পাদক শাহীন আহমদ । এবং সৌদিআরব,কুয়েত , কাতার , মালেশিয়া. দুবাই, বহরাইন. যুক্তরাজ্য , যু্ক্তরাজ্য , ফ্রান্স , ইটালী, জার্মানী , পর্তুগাল , মালদ্বীপ . সহ বিশ্বের বিভিন্ন দেশের সভাপতি – সেক্রেটারী সহ সহ নেতৃবন্দ ও সদস্য বৃন্দ শোক প্রকাশ ও মাগফেরাত কামনা করেছেন ।