
নিজস্ব সংবাদদাতা :–গত সোমবার (১৩ই ডিসেম্বর) গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর মৃত মানিক মিয়ার পুত্র এবং মাতুরতল বাজারের হাসান এন্টারপ্রাইজ’র স্বত্বাধিকারী হাসান আহমদ এর ছোট ভাই উজ্জ্বল এই মর্মে অভিযোগ করেন যে, রোববার তিনি তার ভাইয়ের প্রতিষ্ঠানের একাউন্টে ১০ লাখ টাকা জমা দিতে যাওয়ার পথে পূবালী ব্যাকের সামনে তা ছিনতাই হয়ে যায়। থানার গোয়াইন গ্রামের ফখরুল ও কিবরিয়া অস্ত্রধারী মুখে টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগে প্রকাশ ছিলো। এমনকি ছিনতাইয়ের ঘটনার স্বপক্ষে কোন সাক্ষ্য প্রমানও পায়নি পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে তলের বিড়াল! তদন্তে পূলিশ জানতে পারে যে অভিযুক্ত গোয়াইন গ্রামের ফখরুল ও কিবরিয়ার সাথে উজ্জলের পূর্ব বিরোধ রয়েছে। এ বিরোধের জের ধরে তাদের ঘায়েল করতে উজ্জল এই ছিনতাইয়ের নাটক সাজিয়েছে। এ ঘটনায় বাদী উজ্জলের বিরূদ্ধে আইননুসারে পাল্টা আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ।