

অনলাইন ডেস্ক : গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের ৩য় কাউন্সিলের শপথ অনুষ্ঠান গত বৃহস্পতিবার ১৮/১১/২০২১তারিখ বাংলাদেশ সময় রাত ১২টায় অনলাইন জোমের মাধ্যমে অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা জনাব জনাব আব্দুল লতিফ বাবুলের সভাপতিত্বে ও সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মিছবাহ্ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে সংগঠনের গুরুত্বপূর্ণ চারটি পদে সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার জনাব আব্দুল লতিফ বাবুল সাহেব শপথ বাক্য পড়ান। নির্বাচিত সভাপতি যুক্তরাজ্য প্রবাসী পদে জনাব সদরুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মোঃ জহির উদ্দিন দুবাই প্রবাসী, সাংগঠনিকসম্পাদক পদে সায়েম আহমদ শাহিন কুয়েত প্রবাসী, অর্থ সম্পাদক পদে জনাব ওয়ারিশ মিয়া সৌদি প্রবাসী। নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি জনাব সদরুল ইসলাম সাহেবের প্রস্তাবনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি পদে সিনিয়র সভাপতি নিয়াজ মোর্শেদ সাহেব, সিনিয়র সাধারণ সম্পাদক পদে যুক্তরাজ্য প্রবাসী মিসবাহ উদ্দিন, সিনিয়ার সাংগঠনিক সম্পাদক পদে আখতারুজ্জামান কে তাৎক্ষণিক নিয়োগ দেওয়া হয়।


কেন্দ্রীয় উপদেষ্টা সহকারী নির্বাচন কমিশনার জনাব নজরুল ইসলাম সাহেব তাদের কে শপথ বাক্য পাঠ করান। কেন্দ্রীয় উপদেষ্টা ও নির্বাচন কমিশনের সদস্য জনাব আব্দুল আহাদ মনির সাহেব সবাইকে আন্তরিক ধন্যবাদ এর সাথে ভবিষ্যতে সবাইকে সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন। সংগঠনকে আরও সুন্দর এবং মজবুত ভিত্তির উপর দাড় করার জন্য তার আন্তরিক সহায়তা অব্যাহত থাকবে। জনাব নজরুল ইসলাম সাহেবের বক্তব্য বলেন, অতীতের সকল গ্লানি মুছে একটি মডেল সংগঠন তৈরি করতে তার অবদান অব্যাহত থাকবে। সংগঠনকে গতিশীল করার জন্য সকলের আইডি কার্ড তৈরি, বিভিন্নভাবে সহযোগিতার জন্য একটি কাঠামো তৈরি করার আহ্বান জানান। কেন্দ্রীয় উপদেষ্টা লেবানন প্রবাসী জনাব আব্দুল আহাদ বাবুল সাহেব দীর্ঘদিন প্রবাস থেকে আজকেই দেশে পাড়ি জমাচ্ছেন। তিনি সকলের কাছে দোয়া এবং ভবিষ্যতে দেশ থেকেও প্রবাসীর সংগঠনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বিভিন্ন শাখার নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। নবাগত সভাপতি সাহেব দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। আগামী দিনের সংগঠনে সকলের সহযোগিতা কামনা করেন। কেন্দ্রীয় কমিটি গঠন, দেশীয় সমন্বয়কারী কমিটি শক্তিশালী শাখা সমূহ গঠন এবং কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ গঠনে সকলের মতামতের ভিত্তিতে গঠিত হবে এ জন্য সবার সহযোগিতা কামনা করেন। অবশেষে নির্বাচিত সকল সদস্য তাদের বক্তব্য পেশ করেন। এবং সভাপতি সাহেব অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করেন।

