Image default
বাংলাদেশবিশ্বসিলেট

প্রবাসীর ঘর : সাবিকুন নাহার

প্রবাস পাতায় মনের কথায় ,

হাজারো অব্যক্ত আক্ষেপ রয়ে যায় । 

              ঘর হইতে বাহির হইয়া ,

 ঘর বানাতে গিয়া। 

             ঘরটি আমার কোথায় ?

 গেছি যে ভুলিয়া।

 সময়ের সন্ধিতে ,…

                 আছি বন্দী। 

 আজ আমি প্রবাস বনবাসী ,

               কোথাও জীবন কাঁদে ,….

আবার কোথাও আলতো হাসে।

               ঘর বানাতে গিয়ে আজ ,…

হয়ে  গেলাম প্রবাসী । 

            প্রবাস এক বিশাল শুন্যতা, 

দেয় না কখনো পরিপূর্ণতা।

             যেথায় আমার জন্ম ,…

সেথায় মা মাটির গন্ধে মন মগ্ন। 

                আর তাহার স্বানিধ্যে মিলে ,..

দেহ মনে আরোগ্যতা। 

প্রবাসী ওরা কেন যেন ?!!!?   

                ঘর বানাতেই ব্যস্ত হয়। 

এ সন্ধিতে,…………..

               কারো কারো ঘরে ফেরার  …..

 আক্ষেপটাও লাশ হয়েই রয়।  

Related posts

যুক্তরাজ্যে ৩ দিনে ৩ বাংলাদেশি খুন, কমিউনিটিতে চরম আতঙ্ক

admin@goldensylhet24.com

মিনুসহ বিএনপির চার নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

সংবাদ-প্রতিবেদক

৩০ বছরের শিক্ষকতা শেষে অবসরে শাবিপ্রবি শিক্ষক আতী উল্লাহ

admin@goldensylhet24.com

Leave a Comment