

বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট ময়নুল ইসলাম খানকে শমসেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটি ইউকের আহবায়ক মনোনীত করা হয়েছে।
জনাব ময়নুল ইসলাম খান ১৯৭০সালে শমসেরনগরে জন্ম গ্রহণ করেন। শমসেরনগর ইউপির অত্যন্ত জনপ্রিয় সাবেক চেয়ারম্যান মরহুম শামসুদ্দিন খান সাহেব হচ্ছেন ময়নুল ইসলাম খানের পিতা।
জনাব খান কমলগঞ্জ ডিগ্রী কলেজে স্নাতক শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন। ১৯৯৯সালে পাড়ি দেন ইংল্যান্ডে।
দেশে ও বিদেশে বিভিন্ন ব্যবসায়িক কর্মকান্ডের সাথে জড়িত জনাব ময়নুল ইসলাম খান শমসেরনগর হাসপাতালের সূচনালগ্ন থেকেই জড়িত।
তাঁরই ব্যক্তিগত প্রচেষ্টা আর অমানুষিক পরিশ্রমের বদৌলতে আজ শমসেরনগর হাসপাতাল আলোর মুখ দেখার পর্যায়ে চলে এসেছে।
হাসপাতালের ভূমি প্রাপ্তি থেকে শুরু করে দেশে ও বিদেশে একগুচ্ছ আলোকিত মানুষকে শমসেনগর হাসপাতালের জন্য একই প্লাটফর্মে নিয়ে আসতে জনাব খান নিরলস ভূমিকা পালন করেছেন।
শমসেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটির আন্তর্জাতিক বিষয়ক সমন্বয়কেরও দায়িত্ব পালন করছেন তিনি।
সৈয়দ মাসুম
কবি ও লেখক যুক্তরাজ্য প্রবাসী
যুগ্ম আহ্বায়ক শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটি ইউকে