

মিছবাহ্ উদ্দিন, লন্ডন: গত ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় বাহার কুঠিরে শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন আহবায়ক সেলিম চৌধুরী সাহেব।
সভায় খুব শিঘ্রই শমশেরনগর হাসপাতাল প্রশাসনিক ভবনের নির্মান কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের প্রাথমিক প্রস্তুতি ও বাজেট অনুমোদন করা হয়।
এছাড়াও সভায় শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটি ইউ কে এর আহবায়ক কমিটির অনুমোদন করা হয়। যুক্তরাজ্যের অ্যাওয়ার্ডপ্রাপ্ত ব্যাংকার মৌলভীবাজারের কৃতিসন্তান,সৈয়দ আব্দুর রহমান ট্রাস্টের চেয়ারম্যান, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সৈয়দ সোহেল আহমেদকে যুগ্ম আহ্বায়ক মনোনীত করা হয় ।সৈয়দ সোহেল এই মহ্ৎ উদ্যোগকে বাস্তবে রূপ দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান ।