Image default
Editor's Picksবিশেষ সংবাদবিশ্বসিলেট

অ্যাওয়ার্ডপ্রাপ্ত ব্যাংকার সৈয়দ সোহেল শমসেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক মনোনীত

সৈয়দ সোহেল আহমেদ

মিছবাহ্ উদ্দিন, লন্ডন: গত ৯ সে‌প্টেম্বর বৃহস্প‌তিবার সন্ধ্যা ৭:৩০ ঘ‌টিকায় বাহার কু‌ঠি‌রে শম‌শেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমি‌টির এক জরুরী সভা অনু‌ষ্ঠিত হ‌য়। সভার সভাপ‌তিত্ব করেন আহবায়ক সে‌লিম চৌধুরী সা‌হে‌ব। 

সভায় খুব শিঘ্রই শম‌শেরনগর হাসপাতাল প্রশাস‌নিক ভব‌নের নির্মান কা‌জের শুভ উদ্বোধনী অনুষ্ঠা‌নের প্রাথ‌মিক প্রস্তু‌তি ও বা‌জেট অনু‌মোদন করা হয়। 

এছাড়াও সভায় শম‌শেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমি‌টি ইউ কে এর আহবায়ক ক‌মি‌টির অনু‌মোদন করা হয়। যুক্তরাজ্যের অ্যাওয়ার্ডপ্রাপ্ত ব্যাংকার মৌলভীবাজারের কৃতিসন্তান,সৈয়দ আব্দুর রহমান ট্রাস্টের চেয়ারম্যান, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সৈয়দ সোহেল আহমেদকে যুগ্ম আহ্বায়ক মনোনীত করা হয় ।সৈয়দ সোহেল এই মহ্ৎ উদ্যোগকে বাস্তবে রূপ দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান ।

Related posts

দক্ষিণ আফ্রিকার করোনার ধরন বাংলাদেশে

admin@goldensylhet24.com

সুর চৌধুরী ও শাহ আলমকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না: হাইকোর্ট

admin@goldensylhet24.com

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ল

admin@goldensylhet24.com

Leave a Comment