Image default
বাংলাদেশ

তেজগাঁওয়ে পুলিশের সঙ্গে গার্মেন্ট শ্রমিকদের সংঘর্ষ, আহত ৯ জন ঢামেকে ভর্তি

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার তিব্বতের সামনে বেতনের দাবিতে আন্দোলনরত দুই গার্মেন্ট কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসময় আহত ৯ শ্রমিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেনÑ আমিনা (২৭), নাহিদা (২২), আনোয়ারা (২৫), আনজিলা (২৬), হোসনা আরা (২৭), পারভিন আক্তার (২৮), হাসিনা বেগম (৪০), অঞ্জনা আক্তার (৩০)। মঙ্গলবার ( ১৬ মার্চ) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।
আহত আমেনা বেগম জানান, তেজগাঁওয়ের তিব্বত এলাকায় অ্যাপারেল স্টিচ লিমিটেড আমরা কাজ করি। বেতন-বোনাস বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আমরা আন্দোলন করি। আমরা মালিকের লোকের সঙ্গে কথা বলার সময় কোন কিছু বুঝে ওঠার আগেই পিছন দিক থেকে পুলিশ আমাদের উপরে হামলা চালায়, গুলি করে আমরা ছত্রভঙ্গ হয়ে যাই। আহত অবস্থায় সবাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। তারা গুলিবিদ্ধ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া জানান, আহত নয় জনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে।

Related posts

সিলেটের বন্যার চিত্র

admin@goldensylhet24.com

যুক্তরাজ্যে ৩ দিনে ৩ বাংলাদেশি খুন, কমিউনিটিতে চরম আতঙ্ক

admin@goldensylhet24.com

বন্যার সময় গোয়াইনঘাটে দেখা মিলে দুই সুপারম্যানের

admin@goldensylhet24.com

Leave a Comment