বাংলাদেশ থেকে খালি হাতেই ফিরল আয়ারল্যান্ড উলভস (আয়ারল্যান্ড ‘এ’ দল)। একটি চারদিনের ম্যাচের পর চার ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর একমাত্র টি-টোয়েন্টিতেও বাংলাদেশ ইমার্জিং দলের কাছে হারল সফরকারীরা। মঙ্গলবার একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে আয়ারল্যান্ড উলভসকে ৩০ রানে হারিয়েছে সাইফ হাসানের দল।
সাইফ, তৌহিদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারির দুর্দান্ত ব্যাটিংয়ে ১৮৪/৭ রান করে ইমার্জিং দল। পেসার সুমন খানের দাপুটে বোলিংয়ে পুরো ২০ ওভার টিকতে পারেনি উলভস। ১৮.১ ওভারেই ১৫৪ রানে অলআউট হয় আইরিশরা।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ ইমার্জিং। ২৪ রানে ২ উইকেট হারিয়ে পাওয়ার প্লে’র প্রথম ৬ ওভার ঠিকমতো কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। ওপেনার সাইফ হাসান ৩৬ বলে ৪৮ রানে ফেরেন। ব্যাট হাতে ঝড় তোলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দুই ব্যাটসম্যান তৌহিদ হৃদয় ও শামীম হোসেন।