Image default
ইন্টেরিয়র

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর ফ|রাহ নাছের

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়া আবু ফরাহ মো. নাছের ডেপুটি গভর্নর (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন।

রোববার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাকে ডিজি পদে নিয়োগ দেয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

জানা গেছে, ফরাহ নাছের কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান। তার আগে বাংলাদেশ ব্যাংকে যোগ দেয়া ১০ জনের বেশি নির্বাহী পরিচালক এখনো চাকরিতে বহাল আছেন। তবে ফরাহ নাছের বেশি বয়সে বাংলাদেশ ব্যাংকে যোগ দেয়ার কারণে তার চাকরির মেয়াদ পূর্ণ হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, করোনায় বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারে নীতি প্রণয়ন কৌশলে অগ্রণী ভূমিকা রাখেন ফরাহ নাছের।

Related posts

How To Clean Your Room in 10 Minutes

admin@goldensylhet24.com

New Week. New Idea

admin@goldensylhet24.com

Leave a Comment