সৌদি আরব প্রতিনিধি: বিশ্বের ৩২ টি দেশে গোয়াইনঘাট উপজেলার প্রবাসীদের সংগঠন “গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ” এর ত্রি-বার্ষিক নির্বাচন নির্বাচন ২০২৪ এ নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি সৌদি আরব প্রবাসী নিয়াজ মুর্শেদ এবং কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সৌদি আরব প্রবাসী আব্দুল ওয়ারিসকে সৌদি আরবে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি ২০২৫) রাত ৮ টায় হামদানিয়া ইস্তেরাহা হোটেলে সৌদি আরব শাখার সভাপতি ইমাম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার আব্দুল আহাদ মনির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব শাখার উপদেষ্টা মোহাম্মদ আলী, উপদেষ্টা সমির উদ্দিন, সিনিয়র সভাপতি কয়েস আহমদ,সৌদি আরব শাখার সিনিয়র সদস্য মাসুদ আহমদ মাশুক, সৌদি আরব শাখার সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ শিব্বির, ইসলাম উদ্দিন এবং সৌদি আরব শাখার বিভিন্ন শহর থেকে আগত অতিথিবৃন্দ।