ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটের শুরুটা দারুণ করলেও পরের সিরিজেই দলে নেই জাকির হাসান। আঙুলের চোটে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে খেলতে পারছেন না এই ওপেনার। তার দুর্ভাগ্যই সৌভাগ্য বয়ে এনেছে আরেক বাঁহাতি ব্যাটসম্যানের জন্য। দলে ফিরেছেন সাদমান ইসলাম। সবশেষ গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে মিরপুর টেস্টের জন্য ১৫ জনের দল থাকলেও এবার আইরিশদের বিপক্ষে স্কোয়াড ১৪ জনের। চোটের কারণে আগের টেস্টের দলে না থাকা ইবাদত হোসেন চৌধুরি ও শরিফুল ইসলাম ফিরেছেন দলে। চোট কাটিয়ে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালও ফিরেছেন অনুমিতভাবেই। সাকিব আল হাসান ও লিটন কুমার দাসকে রেখেই এই টেস্টের দল ঘোষণা করা হয়েছে। আইপিএল শুরু হওয়ায় ফ্র্যাঞ্চাইজি দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবার খেলবেন সাকিব ও লিটন। তবে টেস্টের দলে থাকায় আইপিএলের শুরু থেকেই বাংলাদেশের এ দুই তারকাকে পাচ্ছে না কলকাতা।
বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য নাম নুরুল হাসান সোহান ও ইয়াসির আলী চৌধুরি রাব্বি। বাংলাদেশের সবশেষ ৪ টেস্টেই একাদশে ছিলেন সোহান। তিনি না থাকায় আবারও হয়তো কিপিং গ্লাভস হাতে দেখা যাবে লিটন কুমার দাসকে। ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্টে দুটি ফিফটি করলেও ভারতের বিপক্ষে দেশের মাঠে চার ইনিংস মিলিয়ে সোহানের রান ছিল ৫৬। ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসে ৪ ও ৫ রান করার পর মিরপুর টেস্টের একাদশে জায়গা হারান ইয়াসির আলী। এবার বাদ পড়ে গেলেন স্কোয়াড থেকেই। এছাড়াও জায়গা হারিয়েছেন পেসার রেজাউর রহমান রাজা ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। ভারতের বিপক্ষে মিরপুর টেস্টে অধিনায়ক সাকিব আল হাসানের বোলিং করা নিয়ে শঙ্কায় ‘কাভার’ হিসেবে রাখা হয়েছিল নাসুমকে। তিনি এখন চলে গেলেন বাইরে। ইবাদত-শরিফুল চোট কাটিয়ে ফেরায় যেমন বাইরে যেতে হলো রাজাকে।প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, বাদ পড়া সবার ক্ষেত্রে পারফরম্যান্সের দায় নেই। তিনি বলেন, ওরা সবাই আমাদের নজরেই আছে, দলের আশেপাশেই থাকবে। প্রয়োজন হলেই আবার আনা হবে। এখন যেহেতু ঢাকা প্রিমিয়ার লীগ চলছে, তাই স্কোয়াড অনেক ভারী করিনি আমরা।’
বাংলাদেশ টেস্ট দল
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহীম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়। দলে ফিরেছেন: সাদমান ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তামিম ইকবাল। বাদ পড়লেন: ইয়াসির আলী চৌধুরি রাব্বি, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, নাসুম আহমেদ।