সংস্কৃতি ডেস্ক ॥ প্রযোজনা প্রতিষ্ঠান শব্দ মাল্টিমিডিয়া থেকে প্রকাশ হয়েছে একাধিক নতুন গান। এগুলো হচ্ছে- সৈকত দাস ও শিউলীর ‘সানাই’, হিরু ফকিরের মিউজিক ভিডিও- ‘মায়ের ২ টাকার পান’, শিপ্রা ভৌমিকের ৩ মিউজিক ভিডিও এবং ইমরানের ‘মন ভাঙ্গার খেলা’। সাহাবুদ্দিন মজুমদারের কথা, সুর ও সঙ্গীতে ‘যদি কাল সকালে ঘুম থেকে জেগে শুনি তোমার বিয়ের সানাইয়ের সুর’ গানটি গেয়েছেন সৈকত দাস ও শিউলী।
সৈকত দাস জানান, আমার ৪০ বছরের সঙ্গীত ক্যারিয়ারে এই গানটি মাইল ফলক বলা যায়। চিরদিন সবার ভাললাগার গান। গানের কথা, সুর ও সঙ্গীত চমৎকার। সহশিল্পী শিউলীও চমৎকার গেয়েছেন। অডিও ভিডিও দুটোই কম সময়ে শ্রোতানন্দিত হয়েছে। ‘মায়ের ২ টাকার পান কিনিতে যাস ভুইলা ওরে চাঁনকালা’ শিরোনামে গানটি গেয়েছেন হিরু ফকির। গানের কথা ও সুর করেছেন সাহাবুদ্দিন মজুমদার। সমাজে বৃদ্ধা মায়ের প্রতি কিছু কিছু কু-সন্তানদের অবহেলাকে মাথায় রেখে সঙ্গীত করেছেন খায়েম আহমেদ। গীতিকার ও সুরকার জানান, মাকে নিয়ে লেখা ও কম্পোজিশন গান তার শ্রেষ্ঠত্বের দাবিদার। নতুন কথা, সুর, সঙ্গীতে ও চিত্রায়নে রয়েছে ভিন্নতা।
কণ্ঠশিল্পী শিপ্রা ভৌমিকের গাওয়া ‘বসন্ত বাতাসে’, ‘কাঁদলে নাকি মনের দুঃখ’ ও ‘দক্ষিণে বঙ্গোপসাগর’ শিরোনামে ৩টি মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে শব্দ মাল্টিমিডিয়া থেকে। গানের গীতিকার ও সুরকার সাহাবুদ্দিন মজুমদার, সঙ্গীত খায়েম আহমেদ। প্রতিটি গানের কথা ও সুরে রয়েছে নতুনত্ব। মর্ডান ফোকগানগুলো সম্পর্কে শিপ্রা ভৌমিক জানান, দীর্ঘদিন বাংলাদেশ টেলিভিশন, বেতার ও মঞ্চে নিয়মিত গান গেয়ে আসছি। অডিও সিডি ও ইউটিউবে নতুন কথা ও সুরে ৩টি মিউজিক ভিডিওর মাধ্যমে নিজেকে নতুন করে উপস্থাপন করলাম। কণ্ঠশিল্পী ইমরানের ‘মন ভাঙ্গার খেলা’ নামে নতুন একটি অডিও-ভিডিও গান প্রকাশিত হয়েছে শব্দ মাল্টিমিডিয়া থেকে। অল্প সময়ের মধ্যে গানটি শ্রোতানন্দিত হয়েছে।