এস সিদ্দিকী , গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা-বাগান সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু ও পাথর উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর রবিবার দুপুরে উপজেলার ১১ নং মধ্য জাফলং ইউনিয়নবাসী ও জাফলং চা-বাগানের চা শ্রমিকদের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জাফলং চা-বাগান রক্ষা হউক, আমার মাটি আমার মা, আমার বাগান আমার মা, ধ্বংস হতে দিবো না, ড্রেজার মেশিন বন্ধ হউক,চা শিল্পের ক্ষতিগ্রস্ত মানবো না মানবো না, প্রশাসন নিরব কেন জবাব চাই জবাব দাও” এরকম বিভিন্ন শ্লোগান সংবলিত প্লেকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে কয়েক শতাধিক চা শ্রমিক নারী পুরুষ মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং বিএনপি’র সভাপতি সাইদুর রহমান, জাফলং চা বাগানের ব্যাবস্থাপক (ম্যানেজার) নাছির উদ্দীন খাঁন, চা বাগানের পঞ্চায়েত প্রধান নিরঞ্জন গোয়ালাসহ আরও অনেকেই। মানববন্ধনে বক্তারা প্রশাসনের উদ্দশ্যে বলেন, জাফলং চা বাগান হচ্ছে উত্তর সিলেটের অনন্য এক ঐতিহ্য। আপনারা দয়া করে আমাদের এ ঐতিহ্যকে রক্ষায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ করুন। পাথর ও বালু খেকোদের দৌরাত্ম্যে এবং নদী ভাঙনের কবলে ইতিমধ্যে এই চা বাগানের প্রায় ৩০০ একর ভূমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন অবশিষ্ট যেটুকু রয়েছে সেটুকু রক্ষায় যদি দ্রুত ব্যবস্থা না নেন তাহলে একসময় এই চা বাগানের অস্তিত্ব টিকিয়ে রাখা মুশকিল হবে। কাজেই বিলীন হয়ে যাওয়ার আগে এই চা বাগান রক্ষায় আপনারা যদি কোন পদক্ষেপ না নেন তাহলে আমরাও (চা শ্রমিকরা) আমাদের অস্তিত্ব রক্ষায় মিছিল, মিটিং ও মানববন্ধনসহ লাগাতার আন্দোলন চালিয়ে যাবো।