সীমান্ত প্রতিনিধি :–সিলেটের গোয়াইনঘাটে আটক ভারতীয় চিনি ও কসমেটি-ফুচকা ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ডিবি পুলিশের বিরুদ্ধে। অভিযানে চিনি আটক হয়েছে ৭০০ বস্তা, আর মামলায় জব্দ দেখানো হচ্ছে ৪৭ বস্তা। স্থানীয় সংবাদ সূত্র জানায়, গত সোমবার (৮ জুলাই) রাতে গোয়াইনঘাট থানার রাধানগর জলুরমুখ এলাকায় গোয়াইন নদীতে ভারতীয় চোরাই পণ্যসহ একটি নৌকা আটক করে জেলা ডিবি পুলিশ। এসময় নৌকায় থাকা মাঝিসহ চোরা কারবারীরা পালিয়ে যায়। আটক করা নৌকায় কসমেটিক্স (কিট) ও ফুচকা সামগ্রী সহ ৭০০ বস্তা চিনি ছিল। জেলা গোয়েন্দা (ডিবি) উত্তর জোনের এসআই নোটন ও এসআই ইয়াকুব সহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে।অভিযোগে প্রকাশ, আটকের পর ডিবির জাফলং পয়েন্টের লাইনম্যান শ্যাম কালা তৎপর হয়ে ওঠে। তার মধ্যস্ততায় তাৎক্ষণিক ১২০ বস্তা চিনি বিক্রি করে দেওয়া হয়। পরে মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে লাইনম্যান শ্যামকালা নিজে ডিবি অফিসে এসে ৪ লাখ টাকার বিনিময়ে কসমেটিকস (কীট) ও ফুচকা সহ ৫৩৩ বস্তা চিনি ছাড়িয়ে নেয়। পরে ৭০০ বস্তার পরিবর্তে মাত্র ৪৭ বস্তা চিনি দিয়ে মামলা রুজু হয়েছে বলে গোয়াইনঘাট থানাসূত্রে জানা গেছে।ডিবি’র লাইনম্যান শ্যাম কালা প্রায়ই ডিবির অভিযানকালে চোরা কারবারীদের পক্ষে টাকার বিনিময়ে জব্দ করা ভারতীয় চিনিসহ বিভিন্ন পণ্য ছাড়িয়ে নেয়। এমন অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।